ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালির বাজার শাখা ভবনে "সর্বজনীন কল্যাণী ইসলামী ব্যাংকিং" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। ইসলামী ব্যাংক কালিবাজার শাখা প্রধান আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
ইফতার মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। পরে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের নিয়ে ইফতার করা হয়।