সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভায় ২০২৩ সালের মশক নিধন ও পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পৌর ভবনের সামনে মশক নিধন কর্মসুচির উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মশিউর রগমান , দীপক কুমার বাবলু, মাহবুর রহমান, রতনা রানী, রুবিয়া বেগম, মনোয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ইছাহক আলী প্রমুখ। জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধান করা হবে। পৌরবাসীর নাগরিক সুবিধার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে পৌরবাসি মশার হাত থেকে রক্ষা পাবে।