পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি►
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপর ইউনিয়নে পুকুরে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সাদিয়া সুলতানা তিশা (১৮) নামের ওই যুবতি উক্ত ইউনিয়নের ছেনাগাড়ি গ্রামের শামীম এর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, পুলিশে চাকরী নেয়ার উদ্দেশ্যে আজ শনিবার (১৯ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি পুকুরে সাতার শিখতে যায়। বেশ কয়েকটি খালি বোতল রশিতে বেধে পুকুরে নামে সে। এক পর্যায়ে বোতলগুলোর বাধন খুলে যায়। ফলে বেকায়দায় পড়ে পানিতে ডুবে সে মারা য়ায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।