পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ অব্যাহত রেখেছে আলমগীর বাদশা নামের এক ব্যক্তি।
অভিযোগে উল্লেখ করা হয়,টুকুরিয়া ইউনিয়নের কোমরসই গ্রামের আব্দুল জলিল এর সাথে থিরারপাড়া মৌজার এসএ খতিয়ান ১৭ এ দাগ নং ১২৫ এ ২৭ শতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত আসগর আলীর ছেলে আলমগীর বাদশার বিরোধ চলে আসছে। আব্দুল জলিল এ ব্যাপারে আদালতের স্মরনাপন্ন হলে বিজ্ঞ আদালত আইন শৃঙ্খলা রক্ষার্থে ওই জমির উপর নিষেধাজ্ঞা জারী করেন।
পীরগঞ্জ থানার এসআই গোলজার হোসেন গত ৫ জুন আদালতের নির্দেশউভয় পক্ষকেই পৌছে দেন। আদালতের নির্দেশ পাবার পরেও আলমগীর বাদশা উক্ত জমিতে প্রাচীর নির্মান কাজ অব্যাহত রেখেছেন। পুলিশ বার বার নিষেধ করে আসা সত্বেও আলমগীর তার নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে বীট অফিসার এসআই গোলজার বলেন- যেহেতু আলমগীর কর্নপাত করছে না সুতরাং বিষয়টি আদালতকেই জানাতে হবে পরবর্তী নির্দেশনার জন্য।