নিজস্ব প্রতিবেদক ►
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহাযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক সাঘাটা উপজেলার সাঘাটা, কামালের পাড়া এবং ভরতখালী ইউনিয়নের ৭০০ জন অসহায় দরিদ্র বয়স্ক নারী পুরষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সাঘাটা উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে কামালেরপাড়া ২০০, ভরতখালী ২০০ ও সাঘাটা ইউনিয়নে ৩০০ পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত থাকেন স্থানীয় সরকার প্রতিনিধি সাঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন সুইট, কামালের পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম সাজু, ভরতখালী ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মন্ডল।
এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসকেএস ফাউণ্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগণ সংক্ষিপ্ত বক্তব্যে তাদের স্ব-স্ব এলাকার শীতার্ত দরিদ্র পরিবার সমূহের মাঝেশীতবস্ত্র (কম্বল) বিতরণ করায় পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এবং এসকেএস ফাউণ্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।