Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৩, সময়ঃ রাত ০৮:১৫

পার্বতীপুরের খোলহাটিতে দশহরা-বারুণী পূজা

পার্বতীপুরের খোলহাটিতে দশহরা-বারুণী পূজা

পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি ►

আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বারুণী শিব ও গঙ্গা মাতা মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী গঙ্গামাতা মন্দিরের ভিত্তি স্থাপন ও গঙ্গা দশহরা-বারুণী পূজা খোলাহাটির করতোয়া শিব মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়। 

এই পূজা উপলক্ষ্যে গীতা পাঠ, নামসংকীর্তন, ধর্মী আলোচনা ও মেলাসহ হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গঙ্গা দশহরা পূজা তৎসহ মহাসমরাহে দশহরা-বারুণী মন্দিরে পূজারী ভক্তরা ধর্মপরায়ন ব্যক্তিবর্গগণ অংশ নেন। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস (তপন) সহ কমিটির বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দরা জানান, প্রতি বছরের ন্যায় দশহরা-বারুণী মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে সরকারের প্রতি আহবান জানান মন্দির সংস্কার, জমি ও মন্দিরের বেহাল দশা, উন্নয়নের বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। এই মন্দিরের অধীনে প্রতি বছরের বাংলা চৈত্র মাসে বিশাল ধরনের বারুণী মেলার আয়োজন করা হয়ে থাকে। এই মেলায় দিনাজপুর-রংপুর বিভিন্ন জেলা থেকে পূজারী ভক্তরা অংশ নিয়ে থাকেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad