পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি►
বাংলাদেশ রেলওয়ে রানিং ষ্টাফ ঐক্য পরিষদ লোকো মাষ্টার-গার্ড-টিটি সংগঠনের আয়োজনে আজ বুধবার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ষ্টেশন চত্বরে প্রদক্ষিণ করে।
প্রদক্ষিণ শেষে এক নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, আগামী ২৭ আগস্টের মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আইবাস++ শাখার গত ১৮ জুন ২০২৩ এর চিঠি প্রত্যাহার এবং পূর্বের ন্যায় পার্ট অব পে ৭৫% মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারণের সুষ্পষ্ট আদেশ জারী করা না হলে মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে আগামী ২৮শে আগস্ট থেকে সারাদেশে সর্বস্তরের রানিং ষ্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতির ঘোষণা দেন।
এরই মধ্যে কর্ম বিরতির সারা ষ্টেশন চত্বরে পোষ্টার, ব্যানার লাগানো হয়েছে। তারা প্রতিদিনই ন্যায় দাবী প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রেল কর্মচারী জানান, ১৬০ বছর ধরে পেনশন খাতে মাইলেজের ৭৫% প্রদান করে আসছিল এটি রানিং ষ্টাফদের কোন নতুন দাবী না। হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় কর্তৃক চিঠি জারী করায় রানিং ষ্টাফ ঐক্য পরিষদের নেতাকর্মীরা ক্ষোভ ও তীব্র নিন্দা জানান।
পাশ্ববর্তী দেশ ভারতে ৩০ দিনের বেশী ডিউটি করতে পারবে না সহকারী লোকো পাইলট সর্বনিম্ন ১২০ রুপি, লোকো মাষ্টার ১৪০ রুপি ৮ ঘন্টার বেশী শ্রম করতে পারবে না কিন্তু এদেশের বেলায় রানিং ষ্টাফরা এর উর্দ্ধে তাদের দায়িত্ব পালন করে আসছে।