Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০০

পার্বতীপুর কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পার্বতীপুর কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►

পার্বতীপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ/২০২৩-২৪ মৌসুমের রোপা আমন ধানের (উফসী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্ধোধন করেন সাবেক মন্ত্রী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। 

উক্ত উদ্বোধনী উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসাইন ও উপজেলা সম্প্রসারণ কৃষি অফিসার সাজেদুর রহমান ও মাহবুব রহমান প্রমূখ।

পার্বতীপুর উপজেলায় মোট ১১’শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। আজ বিতরণ করা হয়েছে প্রায় ৫’শ কৃষকের মাঝে। প্রতিজন কৃষক ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএফও পাবে। পার্বতীপুর উপজেলা আমন মৌসুমের ২৮ হাজার ৮’শ হেক্টর জমিতে প্রায় উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৯ হাজার ৭’শ ৭১ মেট্রিকটন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad