Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০২

পাটক্ষেতে পানি দেয়া নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু

পাটক্ষেতে পানি দেয়া নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের লালচামার খেয়াঘাট সংলগ্ন স্থানে পাটক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুত্বর আহত কৃষক শাহ জামালের (৪৫) মৃত্যু হয়ছে। শাহ জামাল পূর্ব সীচা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার লালচামার খেয়াঘাট সংলগ্ন আলমের মুদি দোকানের সামনে।

জানা গেছে, বুধবার সকালে শাহ জামাল তার রোপনকৃত পাট ও সবজি ক্ষেতে পানি দেয়ার জন্য প্রতিবেশি সেচ মটর মালিক জহুরুল ইসলামকে বলে। জহুরুল ইসলাম তার পাটক্ষেতে পানি দিবে না বলে জানিয়ে দেয়। এনিয়ে উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে এতে জহুরুলসহ তার লোকজনের লাঠির আঘাতে শাহ আলম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় শাহ জামাল মারা যায়।   

খবর পেয়ে থানার ওসি কে এম আজমিরুজামান, কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইসলাম হোসেন, এসআই আরিফুল ইসলাম, রায়হানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।  

থানার ওসি জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাটক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে শাহ জামাল গুরুত্বর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে।  
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad