পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া পাড়া মহাতীর্থ শ্রী শ্রী জয় মা কালী মন্দির প্রাঙ্গণে ৩২তম বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ পরিদর্শন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
এসময় তিনি বলেন, মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে তরুন সমাজকে। মাদক সমাজকে নষ্ট করে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন।
ধর্মীয় ভাব গাম্বিয্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫ মে শুক্রবার দেশমাতৃকার ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে কালী মন্দিরে নাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন এ আয়োজন করা হয়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন শিল্পী শ্রী অন্তর মহন্ত, আদমদীঘি। মনমুগ্ধকর পরিবেশ এলাকার সনাতন ধর্মের প্রাণ প্রিয় অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহমেদুর রহমান রাঙ্গা, রেখা রানী, কেজি স্কুলের পরিচালক বাপ্পী তালুকদার, নাটোর লাল বাজার কালী মন্দিরের সভাপতি খগেন্দ্র নাথ সাহা, মহাতীর্থ করতোয়া পাড়া শ্রী শ্রী জয় মা কালী মন্দিরের সভাপতি শ্রী দুলাল ঠাকুর।