নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদশা মিয়া (৫০) হত্যা মামলার প্রধান আসামি পাপুল আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার (৯ অক্টোবর) সকালে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী মাধুকরকে এ তথ্য জানিয়েছেন।
পাপুল আকন্দ উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্বনয়নপুর গ্রামের মোসলেম আকন্দের ছেলে।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে আসামি পাপুল আকন্দকে গ্রেপ্তার করা হয়। পাপুল গ্রেপ্তার এড়াতে নিজের চুল, দাঁড়ি কেটে চেহারা পরিবর্তন করেছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে বাকবিতণ্ডা থামাতে গিয়ে পাপুল নামের ওই যুবকের ছুরিকাঘাতে ইউপি সদস্য বাদশা মিয়া এবং স্বপন মিয়া (৩৩) ও সবুজ মিয়া (৩৫) নামে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।