Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৯

পলাশবাড়ীর পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ লাখ টাকার ক্ষতি

পলাশবাড়ীর পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ লাখ টাকার ক্ষতি

পলাশবাড়ী প্রতিনিধি ► 

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের ৪টি গরু এবং ১টি খাসী পুড়ে মারা গেছে। এতে ওই ব্যক্তির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফলে পরিবারটি নি:স্ব হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোর পশ্চিম পাড়া গ্রামে। 
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় সেদিনও রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আগুনের শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে দেখে আগুনে সমগ্র গোয়াল ঘরে আগুন জ¦লছে। আগুনের লেলিহান শিখা তীব্রতর হওয়ায় কেউ গোয়াল ঘরে প্রবেশ করতে না পারায় ৫টি গবাদি পশু অগ্নিগদ্ধ হয়ে মারা গেছে। 

জানা যায়, নিরঞ্জন সরকারের বসতবাড়ীর গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়। পরে গ্রামবাসী  ও  ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং অন্য ঘরে আগুন লাগতে পারে নাই। 

কিশোরগাড়ী ইউপি সদস্য বঙ্কিম চন্দ্র জানান, এ খবর শুনে মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকসহ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ওই পবিারকে সাহায্য সহযেগিতার আশ্বাস প্রদান করেছি। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad