নিজস্ব প্রতিবেদক►
পলাশবাড়ীতে সরকারের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর বাউলপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় এ আয়োজন করা হয়।
উঠান বৈঠকে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার।
জেলা তথ্য অফিসার কবির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, বিশেষ অতিথি ছিলেন বরিশাল ইউনিয়ন পরিষদের সদস্য রেখা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান (মাসুদ)। এছাড়াও বৈঠকে স্থানীয়রা অংশগ্রহন করেন।
বক্তারা বৈঠকে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যেগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকারসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।