Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৮

পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত 

পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত 

পলাশবাড়ী পৌর প্রতিনিধি ►

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

১৫ আগস্ট  মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী স্থানীয় শহীদ মিনারে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা পুলিশ, পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী লীগের অঙ্গসংগঠন,মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ,মৎস্য জীবীলীগ, সামাজিক, পেশাজীবী সংগঠন,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

পরে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো.সাজ্জাদ হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,শিক্ষক মিজানুর রহমান মিজান, প্রভাষক তহমিনা বেগম প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সোহেল মিয়া।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad