পলাশবাড়ী প্রতিনিধি►
মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে পলাশবাড়ী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকাঘর হস্তান্তরের লক্ষ্যে পলাশবাড়ী উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ আগস্ট) সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান এর অনুষ্ঠিত প্রেসবিফ্রিংয়ে উল্লেখ করে জানান, এ উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (১ম ধাপ) ২৬৫টি ঘরের মধ্যে ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়।
পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার পৃথক ৫ ইউনিয়নের ১৫টি গ্রামের বিপরীতে মোট ২৬৫টি’ ঘরের মধ্যে অবশিষ্ট ১৮০টি পাকাঘর উপকারভোগীর হাতে জমি ও ঘরের কবুলিয়তসহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে আগামী ৯ আগস্ট।
ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের অংশ হিসেবে পলাশবাড়ী উপজেলায় উৎসব মুখর পরিবেশে মধ্যদিয়ে ঘর প্রদানের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান প্রেসবিফ্রিং চলাকালে স্থানীয় গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
উল্লেখ্য; এ উপজেলায় প্রথম ধাপে ৬০টি, দ্বিতীয় ৪০, তৃতীয় ১৮৫টি এবং চতুর্থ ধাপে ২৬৫টি পরিবার পুনর্বাসনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মোট ৫৫০টি ঘর হস্তান্তর সম্পন্ন করা হল বলে জানা যায়।