পলাশবাড়ী পৌর প্রতিনিধি►
পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাতিথি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও শ্রী শ্রী ভাগবত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোড় সার্বজনীন শ্রী শ্রী গোপাল গিরিধারী সেবাশ্রম এর আয়োজনে শুভ জন্মাষ্টমী পালনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ওই এলাকার ৩ শতাধিক কিশোর-কিশোরী ও নারী-পুরুষ ভক্তবৃন্দের সমন্বয়ে ধর্মীয় গান-বাজনাসহ একটি মঙ্গল শোভাযাত্রা সেবাশ্রম থেকে বের হয়ে মেঘারমোড় বাজারের প্রধান প্রধান সড়ক ও গ্রামীন মেঠোপথ প্রদক্ষিন শেষে সেবাশ্রমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন হাসানখোড় সার্বজনীন শ্রী শ্রী গোপাল গিরিধারী সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি শ্রী একাদশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী রিপন কুমার সরকার, যুগ্ম সাধারণ শ্রী সম্পাদক বরুন কুমার সরকারসহ ওই এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ।