পলাশবাড়ী (গাইবান্ধা) পৌর প্রতিনিধি►
গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমাদুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার হারুন অর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদুজ্জামান।