Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০২

পলাশবাড়ীতে আওয়ামী লীগের দু-জন নেতার মৃত্যু 

পলাশবাড়ীতে আওয়ামী লীগের দু-জন নেতার মৃত্যু 

আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►

পলাশবাড়ী শহরের প্রর্বিন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক (বাচ্চা) ওরখে শেখ সাহেব অসুস্থ জনিত কারনে ও বেত কাপা ইউনিয়ন সভাপতি আব্দুল গনি সরকার মটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যু বরন করেছেন। 

পারিবারিক সূত্রে জানা,পলাশবাড়ী উদয় সাগর গ্রামের ত্যাগি প্রবির্ন নেতা বাচ্চা মিয়া অসুস্থ জনিত কারণে নিজ বাড়িতে গতকাল ভোর ৪টায় এবং বেত কাপা ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়।উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উপজেলা আওয়ামী লীগ ও সহ সহযোগী সংগঠনের নেতা কমি ও সুভাকাঙ্খি সোক প্রাপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আন্তার মাকফেরাত কামনা করেছেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad