Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৩

পলাশবাড়ী হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল, সম্পাদক মিনু নির্বাচিত

পলাশবাড়ী হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল, সম্পাদক মিনু নির্বাচিত

পলাশবাড়ী (গাইবান্ধা) পৌর প্রতিনিধি►

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতি পদে আনারস প্রতীকের প্রার্থী মমিরুল ইসলাম ইমদাদুল ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম মার্কার প্রার্থী মিজানুর রহমান মিনু ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে ১১টি পদের মধ্যে ৭টি পদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন: সহ- সভাপতি পদে আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক পদে মোজাহিদ মুন্সি, ধর্মীয় সম্পাদক পদে হাফেজ মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে খোরশেদ আলম, প্রচার সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মোস্তা, কার্যকরী সদস্য পদে মিলন মিয়া। 

এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মধ্যদিয়ে ঐতিহ্যবাহী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কালিবাড়ী হাট-বাজার ব্যবসায়ী সমিত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বাকী ৪টি পদে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। 

৪টি পদে ১০ জন প্রার্থী অংশগ্রহন করে ভোটের মাঠে প্রতিদ্বন্দিতা করেন। ভোট গ্রহন গণনা শেষে সভাপতি পদে আনারস মার্কার প্রার্থী মমিরুল ইসলাম এমদাদুল ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম মার্কার প্রার্থী মিজানুর রহমান মিনু ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি মার্কার প্রার্থী রবিউল ইসলাম ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোটরসাইকেল মার্কার প্রার্থী নুরুন নবী আহম্মেদ সুজন ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্য ১ হাজার ২২২ জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad