• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৩-২০২৪, সময়ঃ সকাল ১০:২৭
  • ৩৩ বার দেখা হয়েছে

পবিত্র মাহে রমজান শুরু

পবিত্র মাহে রমজান শুরু

মাধুকর ডেস্ক►

আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সোমবার সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। প্রথম রোজার আগে রাতে তারাবি নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ভোরে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা পালন করবেন তারা। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আকাশে খালি চোখেই চাঁদ দেখা যায়। 

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে ফের এসেছে পবিত্র মাস রমজান। 

প্রথম তারাবির নামাজে শরিক হতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

এশার নামাজের তারাবির নামাজ আদায় করেন। ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখছেন তারা।

আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার পাশাপাশি এই মাসে সংযমী হবার কথা জানান মুসল্লিরা।

এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।

সেখানে দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার কথা জানান মন্ত্রী। তিনি জানান, সারাদেশে আগামী ৬ই এপ্রিল শবে কদর পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়