Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৯

পদ্ম ফুল ফুটতে শুরু করেছে সিংদই বিলে

পদ্ম ফুল ফুটতে শুরু করেছে সিংদই বিলে

নীলফামারী সংবাদদাতা ►

পদ্ম ফুল ফুটতে শুরু করেছে নীলফামারীর সিংদই বিলে। বিলের পানিতে ফুটেছে হাজার হাজার গোলাপি পদ্ম। পদ্ম পাতার ফাঁকে সূর্যের সোনালি আভা পানিতে প্রতিফলিত হয়ে সৌন্দর্য বাড়িয়েছে কয়েকগুণ। ফলে প্রতিদিনই এই বিলের অপরুপ সৌন্দর্য দেখতে বিভিন্ন প্রান্তের লোকজন আসছেন। 

নীলফামারী জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে এই বিলের অবস্থান। দিগন্ত বিস্তৃত জলরাশির স্নিগ্ধতা দর্শনার্থীদের মনে আনন্দের দোলা দিয়ে যায়। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লাল ও সাদা পদ্ম ফুল বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এ বিলে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। ডিঙি নৌকায় ভেসে জলের ছন্দতালে পদ্ম ফুল স্পর্শ করার টানে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।

স্থানীয়রা জানান, ১২ দশমিক ৯ একর বিলের মধ্যে কয়েকটি মাছের ঘেরে এই পদ্ম ফুল ফুটত। ঘের পরিষ্কার করে ফুলগুলো পানিতে ফেলে দেয় তারা। ঘের থেকে অবমুক্ত হয়ে এ বছরই পদ্মফুল ফুটতে শুরু করেছে। তারপর চলতি বছর মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় সিংদই বিলজুড়ে পদ্মের এই বিপুল সমাহারে নন্দিত হয়ে উঠছে। 

ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু বলেন, বিলের সৌন্দর্য সংরণের বিষয়ে প্রশাসনের হস্তপে কামনা করে বলেন, আমরা চাইব এই পদ্ম বিল যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে। নীলফামারী জেলা পঙ্কজ ঘোষ জানান, সিংদই পদ্মবিলটি সংরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad