নিজস্ব প্রতিবেদক►
প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসব সেবার উপর অধিক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ মাঠে আজ শনিবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
এসকেএস ফাউণ্ডেশনের ‘মমতা প্রকল্প’ এমন ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল-হাসান।
ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবা খাতুন, মা ও শিশুর স্বাস্থ্য পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ানুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী বাহরাম খান, ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক সরকার প্রমুখ। সেইসঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা গর্ভবতী, প্রসূতী বউ ও শাশুড়ি এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গ্রাম পর্যায়ে এমন ব্যতিক্রম আয়োজন এবং বউ-শাশুড়িকে একত্র করে নানা বিনোদনের মাধ্যমে এক সু-সম্পর্কের বন্ধনসহ দায়িত্বশীল করার এক অভিনব প্রচেষ্টা ।
সভাপতির বক্তব্যে ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পর্যায়ে মানসম্পন্ন নরমাল এবং নিরাপদ ডেলিভেরীর এমন ব্যবস্থা চালু হওয়ায় এবং সন্তোষজনক সংখ্যক ডেলিভেরীর অর্জন করার মাধ্যমে এই এলাকার জন্য মমতা প্রকল্প খুব ভালো অবদান রাখছে ।
এই ব্যতিক্রমী আয়োজনে বিভিন্ন কুইজ, খেলা, বিতর্ক প্রতিযোগিতা আর পুরস্কার বিতরন যেন এক একটি সম্পর্কের বন্ধনকে দৃঢ়করণ, বিনোদন, আর নানামুখী প্রচারের ফলপ্রসু প্রচেষ্টা।
আন্তর্জাতিক দাতা সংস্থা KOICA এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন মমতা প্রকল্প বাস্তবায়ন করে আসছে।