নিজস্ব প্রতিবেদক►
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। এ কর্মসূচি থেকে দলটি সবার জন্য চাকুরী ও রেশনের দাবিতে লড়াই গড়ে তোলার আহ্বান জানায়।
আজ শনিবার দুপুরে শহরের রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে বিভিন্ন মোড়ে পথসভা করে।
এতে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম আকাশ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা প্রভাষক জাহিদুল হক, সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান সংকটের মূল কারণ শোষণ ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। এই আর্থ-সামাজিক ব্যবস্থার কারণে মুষ্টিমেয় মানুষের হাতে অঢেল সম্পদ জমা হচ্ছে। দেশের সংখ্যাগরীষ্ঠ মেহনতি মানুষের জীবন অন্তহীন সংকটে নিমজ্জিত হচ্ছে। তাই অবিলম্বে সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার, নিত্যপণ্য রেশনে সরবরাহসহ সকল কর্মক্ষম মানুষের চাকুরী এবং সব বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের মাসিক ১০ হাজার টাকা ভাতা নিশ্চিত, ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে জনগনের ভোটাধিকারসহ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, সকল কর্মক্ষম মানুষের চাকুরী দেয়ার জোর দাবি জানান।