কুড়িগ্রাম প্রতিনিধি►
কুড়িগ্রামের নাগেশ্বরী মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন হলরুমে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওয়াশিম আতহার, সমাজ সেবা কর্মকর্তা জামাল উদ্দিন,সমবায় কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আমিনুল ইসলাম,লিটন চৌধুরী সভাপতি প্রেসক্লাব নাগেশ্বরীসহ উপজেলা প্রশাসক বৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন নাগেশ্বরীর ফিল্ড সুপার ভাইজার জালাল উদ্দীন , মডেল কেয়ার টেকার সাফিউল ইসলাম , সাধারণ কেয়ার টেকার ইসমাইল হোসেন, আইয়ুব আলী, আব্দুস ছামাদ, আবুল কালাম,সাংবাদিক মোসলেম উদ্দিন,হাফিজুর রহমান,লতিফুর রহমান প্রমুখ।