দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের নবাবগঞ্জে ৩০৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ জব্দ করা মামলায় আপন দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ -২ আদালতের বিচারক। এই মামলায় আরো প্রত্যেককে ১২ হাজার টাকা করে অর্থ জরিমানা অনাদায় আরো ৬
মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ বুধবার ( ২৭ সেপ্টেম্বর) দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওবায়দুল হক (৪৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মহাসিন আলীর ছেলে। জাকিরুল ইসলাম( ৪১), আমিরুল ইসলাম (৪৭) তারা একে অপরের আপন ভাই। তারা একই এলাকার সরেসদ্দীনের দুই ছেলে।
রংপুর র্যাব -৫ এসআই খন্দকার হেলাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মামলা নাম্বার ৪২১/১২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ই মার্চ ২০১২ রাত্রি আনুমানিক ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযাত্রিক দল নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামে ওবায়দুল হকের বাসায় তল্লাশি চালিয়ে ১৫০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল, একই গ্রামের জাকিরুল ইসলামের বসতবাড়ি থেকে ৮১ বোতল ফেনসিডিল ও তার আপন বড় ভাই আমিরুল ইসলামের বসত ঘর থেকে ৭৫ বোতল মোট ১০৬ বোতল তরল ফেনসিডিল
মাদক উদ্ধারসহ জব্দ করা হয়। সেই সময়ে জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ১ লক্ষ ৫৩ হাজার টাকা।
দিনাজপুর জজ কোর্টের পিপি এডভোকেট রবিউল ইসলাম রবি তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের সংবাদ নিশ্চিত করে বলেন এটি মাদক ব্যবসায়ীদের জন্য একটি মেসেজ প্রেরণ করা হলো। মাদক ব্যবসায়ীদের এই আইনের শাস্তি উল্লেখযোগ্য থাকবে বলেও মনে করছি।