সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদীর পানি সমতল গেজ স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের, প্রকল্প পরিচালক (এমআইএম) ও প্রভাতী প্রকল্প, সমন্বয়কারি নিতাই চন্দ্র দে সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ,বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নিবার্হী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, ইব্রাহিম খলিলুল্লাহ, মনজু মিয়া, মোজাহারুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, প্রদৃপ্ত প্রকল্পের টেকনিক্যাল কো-অডিনেট বায়েজীদ বোস্তামী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রোগ্রামার প্রবীর কুমার, প্রভাতী প্রকল্পের প্রোগ্রামার ম্যানেজার ফখরুল আরেফীন প্রমুখ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বন্যার পূর্বাভাস কেন্দ্র এবং নদ নদীর পানির গেজ স্ট্রেশন নিয়ে বিভিন্ন দিক সমুহ উপস্থাপন করা হয়। এছাড়া উপজেলার কোথায় নদীর পানির গেজ স্থাপন করা হবে তা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।