ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধি►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শিপন। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ৫২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম সিদ্দিকি মিঠু ঘোড়া প্রতীক পেয়েছেন ৫ হাজার ৭৬৬ ভোট।
আজ শনিবার (৯ মার্চ) রাতে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আতাউল হক মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেন।
এই দুই প্রার্থীসহ এ নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ধাপেরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৯৬ জন ও নারী ১২ হাজার ৮০৭ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি ধাপেরহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল কবির মিন্টু চেয়ারম্যান নির্বাচন হন। কিন্তু গেল বছরের ১৫ জুলাই চেয়ারম্যান শফিকুল কবির মিন্টুর মৃত্যুতে এ পদটি শূণ্য হয়।