Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫২

ধান ক্ষেতে পাঁচিং পদ্ধতির প্রয়োগ বৃদ্ধি

ধান ক্ষেতে পাঁচিং পদ্ধতির প্রয়োগ বৃদ্ধি

এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ  ►

কৃষি উপকরণ সার ও কীটনাশকের দাম বেডে যাওয়ায় ফসলের ক্ষেতে কীটনাশকের বিকল্প হিসেবে পাঁচিং পদ্ধতির প্রতি আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নজরদারি এবং পরামর্শ অব্যাহত রয়েছে। আধুনিক বিজ্ঞানের যুগেও সনাতন পদ্ধতি অনেকটা সহায়ক হিসেবে কাজ করছে। রাসায়নিক সার এবং কীটনাশকের পাশাপাশি জৈব সার ও সনাতন পদ্ধতির প্রয়োগ এখনও সমানতালে চলামন রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে কৃষি কর্মকর্তাদের গঠনমুলক পরামর্শ একান্ত প্রযোজন বলে মনে করেন অভিজ্ঞ মহল।

উপজেলা কৃষি অফিসসুত্রে জানা গেছে ,চলতি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ হাজার ৮০০ হেক্টর জমিতে ইরিবোর চাষাবাদের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।

শান্তিরাম ইউনিয়নের কৃষক তারা মিয়া জানান, বাপ দাদার আমল থেকে দেখে আসছি গোবর সার, বিভিন্ন ময়লা আর্বজনার পঁচা সার, জমিতে বাঁশের ঝিক, কাঁকাতুয়া ঝুলিয়ে রাখার কারনে ফসলের ক্ষেতে তেমন পোঁকা মাকড় দেখা যায়নি। বর্তমানে রাসায়নিক সার একং ঘনঘন কীর্টনাশক প্রয়োগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। এখন কৃষি কর্মকর্তাগণ আবারও ধানক্ষেতে ঝিক এবং জৈব সার প্রয়োগের পরামর্শ প্রদান করছেন।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, পাঁচিং পদ্ধতির প্রয়োগ পূর্বের থেকে চলমান ছিল। তবে পরিমানে কমছিল। বর্তমানে কৃষকদের পাঁচিং পদ্ধতির প্রয়োগ বাড়ানোর প্রতি বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতিটি মাঠ দিবসে কৃষক-কৃষাণীদেরকে ধান ক্ষেতে পাঁচিং পদ্ধতির প্রয়োগ বাড়ানোর জন্য জোর তাগাদা দেয়া হচ্ছে। ফসলের চাহিদা অনুয়াযী বালাইলনাশক প্রয়োগের পরামর্শও দেয়া হচ্ছে।


 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad