নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ দোকান মালিক সমিতি, গাইবান্ধা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হলরুমে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত দোকান মালিকদের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান সভাপতি ও খান মো. সাইদ হোসেন জসিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি, গাইবান্ধা জেলা শাখার কমিটি গঠন করা হয়। এর আগে মাকসুদার রহমান শাহানের সভাপতিত্বে দোকান মালিকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সব উপজেলায় ও জেলা শহরের সব মার্কেটে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।