মাধুকর ডেস্ক ►
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রির ঘরে। এতে কুয়াশার পরিমাণ কম থাকলেও ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। কনকনে শীতে দুর্ভোগ পোহাছেন নিম্নআয়ের সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর ৩ ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টার পর খানিকটা উঁকি দিয়েছে সূর্য।
পঞ্চগড়ের বানিয়াপট্টি এলাকার রাজিউল করিম সময় সংবাদকে বলেন, ঠান্ডার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। আগুন ছাড়া থাকা যাচ্ছে না। বয়স হলেও এই ঠান্ডায় পেটের জন্য বাড়ি থেকে বের হতে হয়েছে। গরম কাপড় না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।