ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি►
দিনাজপুরের ফুলবাড়ীতে আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালকে বরণ করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক প্লাবন শুভ। সভার শুরুতেই সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সহসভাপতি শাকিল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির উপদেষ্টা ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক সোহেল রানা, আমিনুল ইসলাম, পলাশ দাস বাপ্পী, মিনহাজ উদ্দিন সজল, আরিয়ান বাবু, আতিকুর রহমান, সদস্য কংকনা রায়, হাসনা হেনা সাথী, ইমতিয়াজ আহম্মেদ রাহাদ প্রমুখ।
সংস্থাটির উপদেষ্টা ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, সরকার কর্তৃক অনুমোদিত সংস্থাটি মানবতার দৃষ্টান্তস্থাপন করেছে। সংস্থাটি যেনো অতিতের মতোই মানবতার কাজে এগিয়ে যায়। যুগযুগান্তর ধরে কালের সাক্ষী হয়ে থাকুক। আমি উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে বদলী হয়েছেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং দায়িত্ব বুঝে দিয়েছেন।