দিনাজপুর সংবাদদাতা ►
ইজারা না নিয়ে খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল খানপুর এলাকার একাব্বার আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবিনোদ মৌজার খাস খতিয়ানভুক্ত ১৬ নম্বর দাগে জমিতে দীর্ঘদিন ধরে ইজারাবিহীন বালু উত্তোলন করছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। এমন অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রেজাউল করিমকে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
ইউএনও নুজহাত তাসনীম আওন বলেন, সরকারি জমি থেকে ইজারা না নিয়েই সবার অগোচরে স্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।