Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৩৫

দিনাজপুরে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ

দিনাজপুরে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি►

দিনাজপুর সদরের নিজ বসতভিটা জমি নিজ দখলে থাকার পরও প্রতিপক্ষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আদালতের দরস্ত হয়েছেনএক ভুক্তভোগী পরিবার।

আজ রবিবার (২৭ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে দিনাজপুর সদরের সুইহারি মাঝাডাঙ্গা তেলিপাড়া গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি সময়ে দিনাজপুর জেলা যুগ্ম জেলা জজ ১ম আদালত এ মমতাজ আলী বাদী হয়ে একই গ্রামের মমতাজ আলী বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ জাকির আলী, আলাউদ্দিন ওরফে আলা, সাইফুর ইসলাম, জামাল উদ্দিন ও মোখলেছুর রহমান পাতানু এর নামে নিজ দখলে থাকার পরও ভিটা বাড়ীর স্বত্বের ঘোষণামূলক ডিগ্রীর আবেদন করে একটি মামলা দাযের করেছেন।

মামলায় উল্লেখ করেন, একই গ্রামের পয়গাম আলীর ছেলে মমতাজ আলী পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দিনাজপুর সদর উপজেলার সুইহারি মৌজার জে এল নং ৫৮ এর সি, এস ৮১, এস,এ ৯৬, খারিজ ৩৪৮৫ আর,এস( বি,এস)  ৪৭৯ সাবেক ৮৭ নং দাগ এবং হাল নং দাগ ৫৯। বসতবাড়ি র ১৭ শতকের মধ্যে ৪ +৪.২৫ =৮ শতক জমি ক্রয় সূত্রের মালিক হইয়া প্রায় ৭৮ বছর পূর্ব থেকেই  ভোগ দখল করে আসছেন।

সেই জমিতে উক্ত বিবাদীগণ জোরপূর্বক দখল করার চেষ্টা করলে তিনি দিনাজপুর জেলা যুগ্ম আদালতে মামলা দায়ের করেন। মামলার সমর বিবাদীগণের বাসায় পৌঁছে দেওয়ার পর উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া বাদী পক্ষের উপর আক্রমণ করার চেষ্টা করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় সাময়িকভাবে উভয়পক্ষ শান্ত থাকলেও যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মামলার বাদী আশঙ্কা করছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ বলেন, গত শুক্রবার বাদী বিবাদী পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়দের ৯৯৯ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।  আদালতের ডিগ্রি রায় না হওয়া পর্যন্ত স্থিতিস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad