Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩০

দিনাজপুরে জাতীয় ভোটার দিবস-পালিত

 দিনাজপুরে জাতীয় ভোটার দিবস-পালিত

দিনাজপুর  প্রতিনিধি ►

দিনাজপুরে "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যগ্যোজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে । 

আজ বৃহস্পতিবার (২মার্চ) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভোটার দিবসের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। 

নির্বাচন কমিশনের আয়োজন জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসে শেষ হয়। 

জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম প্রমুখ। 

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে ফজল’র সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন । পরে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী উপস্থিত দুইজন ভোটারের হাতে স্মার্ট কার্ড (এনআইডি কার্ড) তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad