Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩১

দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি  ►

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। সকল বাধা পেরিয়ে মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে উন্নতি আর সমৃদ্ধির পথে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প ২০৪১' ঘোষণা করেছেন। এ লক্ষ্য অর্জনে দলমত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

আজ শনিবার (২৫ মার্চ ২০২৩) সকাল ১১ টার দিকে  দিনাজপুর সরকারি কলেজের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে কলেজ অডিটোরিয়ামে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করতে সেদিন নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্বিচারে হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এ গণহত্যায় শহিদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার অগণিত মানুষ। একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়।

কলেজের জাতয়ি দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী। সম্মানিত অতিথি ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন মুজিবনগর সরকারের কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হুমায়ুন কবীর। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী দ্বীপজল রায় পলাশ।

প্রধান আলোচকের বক্তব্যে ৭১ এর এই দিনে দিনাজপুরে সংঘঠিত মুক্তিযুদ্ধের বর্ণনা দেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হুমায়ুন কবীর। এছাড়া দিনাজপুরে প্রথম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনকারী প্রয়াত জননেতা এম. আব্দুর রহিম এর স্মৃতিচারণ করেন।

সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এর আগে কালো ব্যাচ ধারণ কর্মসুচি পালন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad