Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৮

দিনাজপুর শিক্ষাবোর্ড সচিবের মৃত্যু

দিনাজপুর শিক্ষাবোর্ড সচিবের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি►

দিনাজপুর  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর  জহির উদ্দিন (৫৮) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ( ৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুস সামাদ আজাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের  সভাপতি মাসুম আলম বলেন, জহির উদ্দিন শিক্ষা বোর্ডের ডরমিটরিতে থাকতেন। সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদ শুনার পর শিক্ষা বোর্ডের সকল কর্মচারী কর্মকর্তারা ছুটে আসেন । প্রিয় সচিব স্যার হারিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সচিব স্যারের প্রথম নামাজে জানাজা শিক্ষা বোর্ড প্রাঙ্গনে দুপুর ১২ টার দিকে অনুষ্ঠিত হয় । পরে তার লাশ তার গ্রামের বাড়ীতে পাঠানো হয় । 

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, কয়েক দিন ধরে  প্রফেসর জহির উদ্দিন অসুস্থ বোধ করছিলেন। সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রফেসর জহির উদ্দিন দুই কন্যা সন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad