Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৬

দিনাজপুর পাঁচ ছিনতাইকারী গ্রেফতার,৭ দিন করে রিমান্ড আবেদন

দিনাজপুর পাঁচ ছিনতাইকারী গ্রেফতার,৭ দিন করে রিমান্ড আবেদন

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর শহরের ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব্যবসায়ী কামরুল হাসান(৩৯) কে অপহরণ মামলায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল তিনটার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ প্রেস কনফারেন্স এর মাধ্যমে আটক পাঁচ অপহরণকারীকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট (৩৫)।  দিনাজপুর শহরের রামনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে মনসুর রহমান মামুন (৪৩)। দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ এলাকার মকবুল হোসেনের ছেলে  মোঃ বাবু  মিয়া (৩২)। দিনাজপুর  শহরের গোলাপবাগ এলাকার আব্দুল বারীর ছেলে আতিকুল ইসলাম (৪৫) এবং দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে  হারুন অর রশিদ হারুন (২৬)।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানায়, গত ১৯ জুন দিনাজপুর শহর থেকে বিরল উপজেলার মোখলেছার রহমানের ছেলে কামরুল হাসান দিনাজপুর শহরের তার প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দিনাজপুর শহরের ডাব গাছ মসজিদ এলাকায় পৌঁছালে। তার মোটরসাইকেলের গতি অবরোধ করে এই ৮-১০ জনের ছিনতাইকারী চক্র সিনেমা স্টাইলে ব্যবসায়ী কামরুল হাসানকে অপহরণ করে একটি নির্জন জায়গায় আটকে রাখে।

মৃত্যুর ভয় দেখিয়ে বেদম মারপিট ও মেরে ফেলা হবে এমন ভয় দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কৌশলে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা অপহরণকারীরা তাদের মেঘনা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করিয়ে নেয়। এই ঘটনাটি যেন কাউকে না বলে কেমন হুমকি প্রদান করে অপহরণকারী কামরুল হাসানকে আটক করে পতিতা মহিলাদের কে অশ্লীল ভঙ্গিতে ভিডিও ধারণ এবং স্টিল চিত্র ধারণ করে রাখে। 

আইনের আশ্রয় নিলে  ধারণকৃত অশ্লীল ছবি ইন্টারনেট সহ কামরুল হাসানের নিকট আত্মীয়দের নিকট ছবি প্রেরণ করা হবে বলেও হুমকি প্রদর্শন করে।

অপহৃত কামরুল ইসলাম অপহরণকারীদের নিকট থেকে মুক্তি পাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে নিয়ে আসলে পুলিশ তাৎক্ষণিকভাবে  মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে মেঘনা ব্যাংক এর টাকা উত্তোলন করে নেওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজ ও অ্যাকাউন্ট নাম্বার চেক করে পুলিশ অপহরণকারীর ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সদর জিন্নাহ আল মামুন বলেন তথ্যপ্রযুক্তি ও মেঘনা ব্যাংকের সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন এই চক্রটি শহরের বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রথমে তাদের নিয়ে আসেন এবং কিছু পতিতা নারীদেরকে সাথে ওই সমস্ত সাধারণ ভিকটিমদেরকে আটক করে মোটা অংকের অর্থ আদায়ের উদ্দেশ্যে পতিতা নারীদের সাথে জড়িয়ে ধরে বিভিন্ন অঙ্গভঙ্গির প্রদর্শন করে ভিডিও চিত্র ও স্থিরচিত্র ধারণ করে রাখে। সাধারন ভিকটিমরা মান-সম্মানের কথা চিন্তা করে এই প্রতারকদের নিকট দাবীকৃত অর্থ প্রদান করে বাধ্য হয়। এই চক্রটির বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরি ছিনতাই অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রমের একাধিক মামলা রয়েছে।

আটক অপহরণকারী চক্রের ৫ সদস্যের প্রত্যেককে নিকট থেকে  আরও তথ্য-উপাত্ত জানার জন্য আদালতে এদের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। অপহরণকারীদের নিকট হতে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা। তিনটি মোবাইল ফোন। মেঘনা ব্যাংক লিমিটেড এর এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad