নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল করেছে কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটি।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা সিপিবি’র সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, সদর উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক গুলবদন সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার এবং সঞ্চালনা করেন অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের প্রিয় পার্টি কমিউনিস্ট পার্টির বয়স ৭৫ বছর। এই সময়ে পার্টি টংক, নানকার, তেভাগা আন্দোলন সংগঠিত করেছে। ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও পাকিস্তানের ২৪বছর আমাদের পার্টিকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার বিরুধী আন্দোলনেও আমাদের পার্টি অগ্রণী ভূমিকা পালন করে।
আওয়ামীলীগ-বিএনপিও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কিন্তু পরবর্তীতে তারা স্বৈরাচার ও রাজাকারের সাথে আপোষ করেছে। বর্তমান সরকার স্বৈরাচারকে সাথে নিয়ে এখন নিজেই ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। তারা বলেন, বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা সবচেয়ে বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
তবে আর যাতে কোন দুঃশাসন যাতে দেশে না আসতে পারে তার জন্য ব্যবস্থা বদলের লড়াই জোড়দার করতে হবে। এর জন্য কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে। বামপন্থীদের লড়াইয়ে সমবেত হতে হবে।