মাধুকর ডেস্ক►
দেশের উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে শীত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে ঘন কুয়াশায় ঢেকে পড়ে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকার চারপাশ। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম দেখা যাচ্ছে। এছাড় কিছু মানুষকে বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।