• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৪

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.২৪ শতাংশ

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.২৪ শতাংশ

মাধুকর ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ২৪ শতাংশ। আজ (বৃহস্পতিবার, ৩০ মে) মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ৮৭ উপজেলায় মোট ভোটার ছিল দুই কোটি ১১ লাখ ৫৪ হাজার ১৮৫ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৭৬ লাখ ৬৬ হাজার ৯৫৩ জন। অর্থাৎ ভোট পড়েছে ৩৬ দশমিক ২৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ঠাকুরগাঁওয়ের পরীগঞ্জ উপজেলায় ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে লক্ষ্মীপুর সদরে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ৮ মে ১৩৯ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। আর ২১ মে দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা নির্বাচন ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়