মাধুকর ডেস্ক►
অভিন্ন নদী হিসেবে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন রিভারাইন পিপলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় নেতারা বলেন, আগামী ৯ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা চুক্তির বিষয়টি আলোচনায় স্থান পাওয়ার কথা। তাই আসন্ন এই সফরে তিস্তার স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
তিস্তার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ জানান, উত্তরের দুই কোটি মানুষকে বাঁচাতে তিস্তা সঙ্কটের একটা স্থায়ী সমাধান দরকার; যা ২০১১ সাল থেকে ঝুলে আছে। আমরা আশা করি প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তার অমীমাংসিত জট খুলে যাবে।
এ সময় অভিন্ন নদী হিসেবে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিসহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত উত্তরাঞ্চলের অভিন্ন ৫৪টি নদীকে যৌথ কমিশনে অন্তর্ভুক্ত করার দাবিও জানান ওই নদী গবেষক।