দিনাজপুর প্রতিনিধি ►
তিস্তা ব্যারাজ প্রকল্পের ক্যানেলের বাঁধ ভেঙে তলিয়ে গেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর এলাকার প্রায় ৫০ বিঘা জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, পেঁয়াজ, রসুন, ভুট্টাসহ নানা ফসল।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বাঁধের পাড় ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে আলু এবং পেঁয়াজের তে। দু’দিন ধরে পানি জমে আছে। অথচ এখনও আলু তোলার সময় হয়নি। এ অবস্থায় জমিতে আলু থাকলে সেগুলোও পচে যাবে। তোলা হলেও বেশিদিন স্থায়ী হবে না। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। একই অবস্থা পেঁয়াজেরও। বেশ কিছু জমির ভুট্টার গাছও প্রায় তলিয়ে গেছে। সেখান থেকেও ভালো ফলন পাওয়া যাবে না বলে আশঙ্কা তাদের।
একই ইউনিয়নের কামারের মোড় এলাকার কৃষক শাহীন আলম বলেন, অনেক দিন ধরেই কিছু কৃষক অবৈধভাবে বাঁধ কেটে পানি নিচ্ছিলেন। ক্যানেলের রণাবেণের দায়িত্ব থাকা ব্যক্তিরা তাদের বাধা দেন না। ঠিকমতো দেখাশোনা করলে এই পাড় ভেঙে যেত না। পানি উন্নয়ন বোর্ডের কেউ খোঁজ নেন না। এদের অবহেলায় সাধারণ কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর জন্য তারাই দায়ী।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম বলেন, দীর্ঘদিন থেকে এই ক্যানেলে দুর্নীতি চলে আসছে। কিন্তু কোনো প্রতিকার নাই। মাশুল দিতে হলো আমাদের। পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িতরা এবং কর্তৃপরে লোকজন এ কাজে জড়িত থাকলেও সাধারণ মানুষ তিগ্রস্ত হচ্ছে।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, স্থানীয় কৃষক বাঁধ কেটে অবৈধভাবে পানি নেওয়ায় এবং ইঁদুরের গর্তের কারণে ওই বাঁধ ভেঙে গেছে। তবে পানি নেমে যাচ্ছে। তাই কৃষকের তেমন একটা তি হবে না। বাঁধ মেরামতেও কাজ করা হচ্ছে।