Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩

তফসিলের পর গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি

তফসিলের পর গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি

মাধুকর ডেস্ক ►

তফসিল ঘোষণার পর কোন রাজনৈতিক ব্যক্তিকে হয়রানির জন্য গ্রেফতার করা হলে নির্বাচন কমিশন সেখানে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

আজ রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার মো. আলমগীর। বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি সামনেও ভোট সুষ্ঠু করবো ইনশাআল্লাহ।

সাংবাদিকদেও প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন। আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। 

আরেক প্রশ্নের বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সব প্রস্তুতি শেষ। সবাই নির্বাচন চায়, ৪৪ দল আমাদের সঙ্গে আছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad