Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৫

ঝাঁঝ কমেছে কাঁচা মরিচের

ঝাঁঝ কমেছে কাঁচা মরিচের

ধাপেরহাট প্রতিনিধি ►

ঝাঁঝ কমেছে কাঁচা মরিচের,গাইবান্ধার কাঁচামাল উৎপাদন খ্যাত এলাকা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট। এখান থেকে প্রতিদিন ১০ / ১৫ ট্রাক কাঁচামাল রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় চলে যায়।এই ঐতিহ্যবাহী কাঁচামাল হাটে গত দুদিন আগেই কাঁচা মরিচ পাইকারী বিক্রি হয়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা মন দরে। 

দুই দিনের ব্যাবধানে  ঝাঁঝ কমেছে কাঁচা মরিচের।  ২ জুলাই ধাপেরহাট পাইকারী  বাজারে ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে সাড়ে পাচ হাজার থেকে ৬ হাজার টাকা মন দরে। যেখানে দুদিন আগে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে,।  রবিবার ২ জুলাই খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি করতে দেখা গেছে ১৫০ থেকে ১৭০ টাকা কেজি দরে। 

হাটে মরিচ বিক্রি করতে আসা নিজপাড়া  গ্রামের আপল মিয়া জানান,আজ মরিচের দাম কম,দুদিন আগে ১৫ হাজার টাকা মন দরে কাঁচা মরিচ বিক্রি করেছি,আজ বিক্রি করলাম ৬ হাজার টাকা মন দরে। 

কাঁচা মরিচ পাইকারী ক্রেতা আজাদুল ইসলাম জানান, গত কয়েকদিন কাঁচা মরিচ কিনেছি ১৫ থেকে ১৬ হাজার টাকা মন,আজ কিনলাম সাড়ে পাচ হাজার থেকে ৬ হাজার টাকা মন।

বাজারে খুচরা মরিচ বিক্রেতা আাজাদুল ও মতি মিয়া জানান, গত কয়েক দিন জাঁচা মরিচ খুচরা বিক্রি করেছি ৪শ থেকে ৪শ ৫০ টাকা, এখন দাম কমেছে, ১ কেজি কাঁচা মরিচ বিক্রি করছি ১৫০ থেকে ১৭০ টাকা।

খুচরা মরিচ ক্রেতা তিলক পাড়া গ্রামের আবুল কাশেম ও খামার পাড়া গ্রামের ওয়াহেদ আলী এবং গোবিন্দপুরের হায়দার আলী বলেন,কাঁচা মরিচের দাম কমায় আমরা একটু স্বস্তিতে আছি।দাম সাধ্যের মধ্যে থাকলে সবার জন্যই ভালো।কাঁচা মরিচের ঝাঁঝ আর না বাড়ুক,এমনটাই আশা সাধারণ মানুষের।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad