• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৪
  • ২৪ বার দেখা হয়েছে

জেলা তথ্য অফিসের উদ্যোগে রংপুরে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

জেলা তথ্য অফিসের উদ্যোগে রংপুরে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

রংপুর সংবাদদাতা

জেলা তথ্য অফিসের উদ্যোগে রংপুরের গংগাচড়ায় শুক্রবার (২৯শে মার্চ) সকালে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষীটারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কলে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর। গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক শাহ্ আলম।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, কৃষক, গৃহিণী, উদ্যোক্তা, শিক্ষার্থী-সহ সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। তাঁরা স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, অনলাইন জন্মনিবন্ধন-সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ ও মতামত তুলে ধরেন। রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর জনগণের উত্থাপিত অভিযোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ছাড়া অনুষ্ঠানে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিম বিষয়ে জনগণের উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া হয়। 

‘জনগণের কথা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, উন্নত-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিককে অবশ্যই স্মার্ট হতে হবে। আত্মকর্মসংস্থানের জন্য নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতার উন্নয়ন করতে হবে। তিনি শ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান।

মুখ্য আলোচকের বক্তৃতায় অধ্যাপক শাহ্ আলম সরকারের সর্বজনীন পেনশন স্কিমে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সর্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ্। দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন গংগাচড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মামুন অর রশিদ ও লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়