Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-২-২০২৪, সময়ঃ দুপুর ০২:০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখা আজ শনিবার দুপুরে ১নং রেল গেইটে সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য আফরোজা আব্বাস সদস্য নদী আক্তার। সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক জিহানুল হক জোহা। 

মহিলা ফোরাম এর নেতৃবৃন্দ বলেন বিচারহীনতার অপসংস্কৃতি র ফলে দেশে দিন দিন নারী নির্যাতন ভয়াবহ রুপ ধারণ করেছে। নারীরা কোথাও নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয়ের মত ক্যাম্পাসে যদি নারীরা নিরাপদ না হন তবে তাদের নিরাপত্তা কোথায়? রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ।তাঁরা বিশেষ ট্রাইবুনালে গ্রেফতারকৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। একইসাথে নিরাপদ ও গণতান্ত্রিক  ক্যাম্পাস দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad