Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৮

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি ►

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সাংবাদিকরা।

আজ শুক্রবার( ১৬ই জুন)  সকাল  ১১ টার দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা দিনাজপুর প্রেসক্লাবের ব্যানারে দাঁড়িয়ে জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি‘র সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের প্রতিবাদ জানায়।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচার সহ অধিকাংশ সাংবাদিক হত্যার বিচার সম্পূর্ণ হয়নি। ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাব কালীতলার সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক মুরশেদুর রহমান, শাহ আলম শাহী, আজহারুল আজাদ জুয়েল, রাজিউর রহমান রাজু, এমদাদুল হক এমদাদ,  আবুল কাশেম, ফখরুল হাসান পলাশ প্রমুখ। এ সময় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকান্ডে জড়িত সকল অপরাধিকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, দেশের সকল শ্রেনী পেশার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের যেমন দায়িত্ব,তেমনি সরকারের উচিত অপরাধিদের সুষ্ঠ বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা। 

দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি কঙ্কন কর্মকার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, নির্বাহী সদস্য খাদেমুল ইসলাম, রিয়়াজুল ইসলাম, সুবির চক্রবর্তী, মুকূল চট্টোপাধ্যায়, সালাউদ্দিন আহমেদ,বিপুল সরকার সানি, মুফাসসিলুল মাজেদ নয়ন, মাসুদ রেজা হাই ও রাকিবুল ইসলাম রাকিব, টিসিএ সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক আরমানসহ চিত্র সাংবাদিক আব্দুস সালাম, নবিউল ইসলাম দুলু, সাব্বির হোসেন, শিপলু, মামুন, অন্তর, সুমন,বিজন প্রমুখ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad