Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৪-২০২৩, সময়ঃ সকাল ১০:২৩

জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

নীলফামারী সংবাদদাতা ►

নীলফামারীর জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে মামলা দায়ের শেষে সন্ধ্যায় তাদের আদলতে পাঠানো হয়।

আটক নেতাকর্মীরা হলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ছাত্র শিবিরের কোষাধ্যক্ষ ও জামায়াতের উপজেলা আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও জেলা সদরের টুপামারী ইউনিয়নের শিবির কর্মী মো. মাইনুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকা- সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা চলছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করে। এসময় সেখানে অনেকগুলো জিহাদি বই, বাঁশের লাঠি ও রড পাওয়া যায়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ধারায় মামলা দায়ের করে সন্ধ্যায় তাদের আদালতে পাঠনো হয়েছে। জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad