Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫২

চিরিরবন্দরে মামলা দায়ের করেও নিরাপত্তহীনতায় ভুগছে এক শিক্ষক পরিবার

চিরিরবন্দরে মামলা দায়ের করেও নিরাপত্তহীনতায় ভুগছে এক শিক্ষক পরিবার

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর চিরিরবন্দরে নিজ বাড়ীতে ফেরার পথে মমিনুর রশিদ (৫৬) নামক এক মাদ্রাসা শিক্ষককে হত্যার উদ্দ্যেশ্যে মাথা ফাটিয়ে জখম করা  মামলা তুলে নেওয়ার হুমকি ও এই মামলা বাদি কে তুলে নিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

আহত শিক্ষক মমিনুর রশিদ চিরিরবন্দরে মামুদপুর রসুলপুর হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। 

আজ রবিবার চিরিরবন্দর থানায় দায়ের কৃত মামলা নং ৬ এর বাদি ইমরান রায়হান  প্রতিপক্ষরা তার এই  মামলা তুলে নেওয়া হুমকি অন্যাথায় তাকে তুলে নিয়ে গুম করে ফেলার হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন। ফলে এই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

গত ২রা জুলাই চিরিরবন্দর উপজেলাধীন মামুদপুর মুন্সিপাড়া নিজ বাড়ীতে ইমরান রায়হান , বাবা মমিনুর রশিদ (৫৬) ও দাদা মোজাম্মেল হক (৮০) ফিরে যাওয়ার পথে জৌড়ালির পাড়ে পৌছলে বিপরীত দিক থেকে দৌড়ে এসে  উপজেলার বাজে দিঘারণ গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮) জামিল ওরফে বুলু (৩৪), জাকির হোসেন (৪০), মাইজার রহমান (৩৪), মাহফুজুর রহমান(২৮), হাসিম বাবু (৩৩), খোরশেদ আলম (৩৩)সহ আরোও ৫/৬ জন  আমার বাবা মমিনুর রশিদ মাষ্টারের উপর  অর্তকিত হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। যা ১৯টি সেলাই করা হয়েছে। এ ছাড়ারও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে যখম করে। আমার চিতকারে স্থানীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত আমার বাবা মমিনুর রশিদ কে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আবার বাবার অবস্থা এটাই জখম প্রাপ্ত হয়েছিল যে প্রাথমিক চিকিতসা শেষ করেই দিনাজপুর এম আব্দুর রশিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানেই চিকিতসাধীন রয়েছে। 

এই ঘটনায় ভিকটিমের ছেলে ইমরান রায়হান বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। অন্যান্য আসামীরা জামিনে বের হয়ে এসে এই মামলার বাদি ইমরান রায়হান প্রান নাশের হুমকি প্রদান করছে। ফলে একদিকে বাবা মমিনূর রশিদ অসুস্থ অন্য দিকে একমাত্র ছেলে সন্তান হওয়ায় অনবরত প্রান নাশের হুমকি দামকি পাওয়ায় ইমরান রায়হানের পরিবার পরিজন নিয়ে অনেকটাই মানবেতর জীবন যাপন করছে। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার দায়ের ঘটনায়  হুমকি দাতারা যত বড়ই ক্ষমতাসীন হোক না কে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad