নিজস্ব প্রতিবেদক ►
চতুর্থ পর্যায়ে সারাদেশে আজ সোমবার ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধার ৫টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
গাইবান্ধা শহরের মডান স্কুল সংলগ্ন ১টি, বল্লমঝাড় গ্রামে ১টি, সাদুল্লাপুরে ১টি, গোবিন্দগঞ্জে ১টি এবং ফুলছড়িতে ১টিসহ মোট ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্তৃতিক কেন্দ্রের উদ্ধোধন করা হয়।
এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের সভাকক্ষে বড় পর্দায় উদ্ধোধনী অনুষ্ঠান দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো: অলিউর রহমন, পুলিশ সুপার মো: কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীরসহ গাইবান্ধার সরকারী বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।